জিজ্ঞাসা

এটি একটি ইসলামিক ম্যাটরিমনি ওয়েবসাইট যা শুধুমাত্র বাংলাদেশের ভিতরেই কাজ করে। এখানে জেলা, পেশা এবং বয়স ভিত্তিক প্রেক্টিসিং মুসলিম পাত্রপাত্রীর বায়োডাটা খোঁজা ও অভিভাবকের সাথে যোগাযোগ করা যায়। একই সাথে পাত্র-পাত্রী চাইলে ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করে জমা দিতে পারে।

দ্বীনদার পাত্র পাত্রীরা আমাদের এখানে বায়োডাটা তৈরী করতে পরবে

“কেমন পাত্র বায়োডাটা তৈরী করতে পারবে”

  • সুন্নাতি  দাড়ি থাকতে হবে
  • টাকনুর উপর কাপড় পড়তে হবে 
  • ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে
  • অভিভাবকদের অনুমতি থাকতে হবে 

 “কেমন পাত্রী বায়োডাটা তৈরী করতে পারবে”

  • ফরজ পর্দা করতে হবে.
  • মাহরাম নন-মাহরাম মেনে চলতে হবে.
  • ৫ ওয়াক্ত সালাত  আদায় করতে হবে. 
  • অভিভাবকদের অনুমতি থাকতে হবে 
  • ব্যাংকে জব করেন এমন পাত্র-পাত্রীর।
  • বেনামাজি/৫ ওয়াক্ত সালাত আদায় করে না
  • যৌতুক /অন্যকোনভাবে আর্থিকভাবে লাভবান হতে চান
  • অমুসলীম ও দ্বীনের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন
  • পরিপূর্ণ পর্দা করেনা, ইসলাম প্র্যাকটিস করেনা এমন নারী
  • নেশাদ্রব্য (পান, জর্দা, বিড়ি, সিগারেট, মদ, গাজা, হিরোইন ইত্যাদি) পান করেন বা এ জাতীয় কোম্পানীসহ যেকোন হারাম পেশাই যুক্ত আছেন।
  • পীরের মুরিদ,কবর/মাজার পূজারি, তাবিজ-আংটির কার্যাবলিতে বিশ্বাসী ও আমলকারী
  • আমাদের সাথে যোগাযোগ রাখতে অনাগ্রহী।
  • যদি অভিভাবককে না জানিয়ে আমাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দেয়া হয়।
  • অভিভাবকের নাম্বারের ঘরে নিজের নাম্বার লিখে রাখলে।
  • ৫ ওয়াক্ত নামাযী না হলে।
  • পুরুষদের ক্ষেত্রে, ওয়াজিব দাঁড়ি সুন্নতি পদ্ধতীতে বড় না থাকলে। (প্রাকৃতিক কারণে যাদের দাঁড়ি বড় হয় না তারা ব্যতীত।)
  • পুরুষদের ক্ষেত্রে, টাখনুর উপর কাপড় না পরলে।
  • নারীদের ক্ষেত্রে, নিকাব সহ ফরজ পর্দা না করলে।
  • বায়োডাটাতে কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে।
  • বিশেষ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাবে না দিয়ে অন্য ভাবে দিলে। যেমনঃ অনেকেই শুধু “আলহামদুলিল্লাহ” বা “হুম” ইত্যাদি লিখেন, অথচ এটি দ্বারা হ্যাঁ/না স্পষ্টভাবে বোঝা যায় না ।
  • ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু লিখলে।
  •  
আপাতত এখন কোন ফি নিচ্ছি না, দ্বীনদার পাত্র পাত্রীদের জন্য রেজিষ্ট্রেশন একদম ফ্রি।
আমাদের ওয়েবসাইট বা ফেসবুক আইডি, ফেসবুক পেইজ থেকে আপনাকে পাত্র, পাত্রী পছন্দ করে আমাদের জানাতে হবে, আর আমাদের মিডিয়ার মাধ্যমে বিবাহ কথা চলা কালীন সময় আমাদের সাথে যোগাযোগ রেখে আপডেট জানাতে হবে।
বায়োডাটা ডাউনলোড করতে নামে মাত্র ফি প্রদান করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে ফি প্রদান করতে হবে।
১টা বায়োডাটার জন্য ১০০/- টাকা, ৩টার জন্য ২০০/- টাকা, ৫টার জন্য ৩৫০/- টাকা এবং ১০টা বায়োডাটা ডাউনলোড করতে আপনাকে ৫০০/- টাকা ফি প্রদান করতে হবে। এবং যে নাম্বার দিয়ে পেমেন্ট করবেন সেই নাম্বারের শেষ ৪ ডিজিট মেসেজ করে দিতে হবে।
আমাদের বায়োডাটা ফর্মে অনেক ব্যক্তিগত প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর একমাত্র পাত্র/পাত্রী নিজেই ভাল জানেন। এই ক্ষেত্রে পাত্র-পাত্রী নিজেই টাইপ করলে ভালো, যদি পাত্র/পাত্রী টাইপ করতে না জানে সে ক্ষেত্রে স্ব-শ্বরীরে বসে থেকে যারা টাইপ করতে জানে তাদের দিয়ে টাইপ করিয়ে প্রশ্নের উত্তরগুলো ভালো ভাবে যাচাই করে নিতে হবে তা ঠিক আছে কেনা ।
হ্যাঁ বিয়ে হয়ে গেলে বা প্রয়োজন মনে না করলে যেকোন সময় বায়োডাটা ডিলেট করা যাবে।
SIGN INTO YOUR ACCOUNT CREATE NEW ACCOUNT

 
×
 
×
FORGOT YOUR DETAILS?
×

Go up