নিশ্চই সকল প্রশংসা আল্লাহর।সালাম এবং স্বলাত বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি।
হে মানব সমাজ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর। যিনি তোমাদের একটি মাত্র ব্যাক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার হতেই তার জোড়া সৃষ্টি করেছেন। অতঃপর সেই দুই জন হতে বহু নর-নারী ছড়িয়ে দিয়েছেন।আর তোমরা আল্লাহকে আরও ভয় করো যার নাম পরষ্পর পরষ্পরের কাছে তোমাদের হক চেয়ে থাক এবং সতর্ক থাক আত্নীয়তার বন্ধন সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। (নিসা-১)।
আজকে আধুনিক বিশ্ব বিশ্বায়নের নামে অর্থনীতিতে সুদের প্রচলনের মাধ্যমে পুজিবাদি ধনী শ্রেণীর ব্যবসায়ীরা নারী পুরুষের সমান অধীকারের নামে সু-কৌশলে মেয়েদেরকে একটি ভোগ্যপন্যে পরিনত করেছে, যা তারা বুঝতে বুঝতে তাদের বয়স এমন পর্যায়ে চলে যায় তখন আর কিছুই করার থাকে না। ভাগ্যের চাকার পরিবর্তন সংসারের সচ্ছলতার আয়োজনের প্রচেষ্টা ইত্যাদি ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহন কখনযে তাকে ঘর থেকে বের করে বেপর্দা করে দ্বীন থেকে বের করে দিয়েছে তা বুঝার পর আবার তাকে দ্বীনে ফেরত আসতে কত যে কষ্টসাধ্য হয়ে পরে তা কেবল ভুক্তভোগী নারী এবং তার পরিবারই মাত্রই ভালো জানে। এটাতো আমাদের মতো রক্ষনশীল দেশের অবস্থা, ইউরোপ আমেরিকার অবস্থাতো আরও ভয়াবহ।
বিবাহ বিহিন জীবন যাপন কিংবা দ্বীনদার বর্হিভূত নারী-পুরুষের মধ্যে বিবাহের ফলে জন্ম নেয়া সন্তান একসময় মা বাবাকে বৃদ্ধ বয়সে রেখে আসে বৃদ্ধাশ্রমে। বংশ ধারার অশুদ্ধরিতি, আত্নিয়তার সম্পর্ক বিহীন, প্রচুর অর্থকরির মাঝেও জীবন হয়ে ওঠে ব্রিতশ্রদ্ধ নরকের একটি খন্ড যা ভয়াবহ দূর্বিসহ। তাই সেখানে দেখাযায় প্রায়ই আত্নহত্যার মতো ঘটনা। ধীরে ধীরে আমাদের সমাজ ব্যবস্থা নরকের দিকে পদার্পন করছে। যা থেকে এখনই ব্যবস্থা নেওয়া উচিত অত্যন্ত চৌকস ও সতর্কতার সাথে। অবস্যই সেই পথ হতে হবে মহান রবের দেখানো পথ সিরাতাল মুস্তাকিমের পথ। যে পথে রয়েছে দুনিয়াও আখিরাতের মুক্তি।
প্রিয় দ্বীনি ভাই-বোনেরা আমরা সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করে সাজিয়ে তুলার জন্য জীবনের শুরুতেই প্রথম ধাপে আপনাদের সহযোগী হয়ে দ্বীনদার পরহেজগার নারী-পুরুষের সমন্বয়ে সাজানো ফুলের তোরায় সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াসে “সহজ ম্যারেজ” নামে আমরা পদচারনা শুরু করেছি। যেন আপনি বা আপনার কোন নিকট আত্নীয় ও প্রিয়জন মনমতো এবং পছন্দের দ্বীনদার পাত্র-পাত্রী জীবন সঙ্গী হিসেবে খুব সহজেই পেতে পারেন। এই আশায় আমরা আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলার দয়া ও রহমত কামনা করে তাঁর উপর নির্ভর করে পথচলা শুরু করলাম। সেই সাথে সকল মুসলিম ভাই-বোনদের সহযোগীতা ও দোয়া কামনা করি যেন আল্লাহ আমাদের সফলতা দান করেন।